প্রধান শিক্ষকের বাণী

Image

N/A

প্রধান শিক্ষক
পাবনা জেলা শহরের প্রানকেন্দ্রে সুপরিচিত বিদ্যাপিঠ জাগির হোসেন একাডেমী ১৯৮৩ সালে স্থাপিত। বিদ্যালয়টি মেধাবিকাশের এক অনন্য প্রতিষ্ঠান । ডিজিটাল বাংলাদেশ গড়ার পূর্ব শর্ত শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি সর্ম্পকে জ্ঞান দান করা, যা সম্ভব, ডিজিটাল পদ্ধিতে ক্লাস পরিচালনার মাধ্যমে ।একাডেমীতে ডিজিটাল পদ্ধিতে ক্লাস পরিচালনা কয়েক বছর আগেই শুরু হয়েছে। বর্তমানে ওয়েব সাইট খোলা মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলেই দেশ বিদেশের যে কোন স্থান থেকে ওয়েব সাইটের মাধ্যমে বিদ্যালয়ের সকল তথ্য জানতে পারবে; কারণ বিদ্যালয়ের সকল তথ্য হালনাগাদ করণ থাকবে। তথ্য প্রযুক্তির এ যুগে প্রতিষ্ঠানের এই ওয়েব সাইট শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনে অগ্রণী ভুমিকা রাখবে এবং বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সহায়ক হবে বলে আমি প্রত্যাশা করি।
© Copyright 2024 - IIMS SCHOOL WEBSITE | All Rights Reserved.
jhacademy1983@gmail.com · +01716531276