প্রতিষ্ঠানের ইতিহাস

পাবনা জাগির হোসেন একাডেমী একটি আধুনিক মানসম্পন্ন, সুনাম অর্জন কারী শিক্ষা প্রতিষ্ঠান। পাঠ্য পুস্তুকের জ্ঞান অর্জন সহ চরিত্র গঠন মুলক আদর্শিক মানে সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবার লক্ষে ১৯৮৩ ইং সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সান হোসিয়ারীর মালিক জনাব মোঃ আবু তালেব মিয়ার পাবনা শহরের গোপালপুরস্থ ঝাউতলা রোডের তাঁর হোসিয়ারীর মালিকানাধীন বাড়িটি প্রতিষ্ঠানের নামে দান করেন। তাঁর পিতা জাগির হোসেনের নামানুসারে প্রতিষ্ঠানটির নাম করন করা হয় “জাগির হোসেন একাডেমী“। প্রতিষ্ঠানটি কেজি শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শাখায় পাঠদান করা হয়। বিদ্যালয়টি দুইটি শিফ্ট পরিচালিত হয়। মর্নিং শিফ্ট প্রাথমিক শাখা এবং ডে শিফ্ট মাধ্যমিক শাখা পরিচালিত হয়। প্রতি বছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়। অত্র একাডেমীর পাসকৃত ছাত্র/ছাত্রী দেশ বিদেশে সুনাম অর্জন করেছে।
© Copyright 2024 - IIMS SCHOOL WEBSITE | All Rights Reserved.
jhacademy1983@gmail.com · +01716531276