শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জ্ঞান আহরণের জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে লাইব্রেরী অপরিহার্য। পাঠ্য পুস্তুকের সংগে সার্বিক জ্ঞান অর্জনের জন্য আমাদের একাডেমীর একটি লাইব্রেরী আছে। ছাত্র এবং শিক্ষকদের জ্ঞান অর্জনে
ইহা যথেষ্ট ভূমিকা রাখে। লাইব্রেরীতে পাঠ্য পুস্তুকসহ নাটক,গল্প, প্রবন্ধ, উপন্যাস, কথা ও কাহিনী,ভ্রমন কাহিনী,জীবনী মুলক
এবংধর্মীয় গ্রন্থসহ
ছাত্র/ছাত্রীদের চরিত্র গঠনমূলক অসংখ্য বই আছে। আধুনিক তথ্য প্রযুক্তি মুলক গ্রন্থাবলী নিয়ে লাইব্রেরীর আলমারী
ও তাকগুলি সুসজ্জিত।